ঢাকা: লন্ডনে আলোচিত সেনা হত্যার ঘটনায় গ্রেফতারকৃত মাইকেল আদেবোলাজোর ছোটবেলার বন্ধু আবু নুসায়বা দাবি করেন, আদেবোলাজোকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্স সেকশন ৫ (এমআই৫) গুপ্তচর হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছিল। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।
শুক্রবার বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান। সাক্ষাতকার শেষ হতেই নাটকীয়ভাবে তাকে ৩ জন নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার করে।
বিবিসির সংবাদদাতা রিচার্ড ওয়াটসন বলেন যে সাক্ষাতকার শেষ হতেই স্টুডিও থেকে বের হতেই তাকে গ্রেফতার করা হয়।
সর্বশেষ পাওয়া খবর অনুসারে লন্ডনে সেনা হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সন্দেহভাজন দুইজন আদেবোলাজো এবং মাইকেল আদেবোওয়ালে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিতসাধীন রয়েছে।
উল্লেখ্য,বুধবার লন্ডনে একটি সামরিক ছাউনির কাছে ছুরিকাঘাতে সৈন্য লি রিগবি হত্যার সন্দেহে মাইকেল আদেবোলাজো এবং মাইকেল আদেবোওয়ালেকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মে ২৫, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও কবির হোসেন, নিউজরুম এডিটর