ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নজরুলের সম্মানে ফেসবুকে একগুচ্ছ প্রকল্প মমতার

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, মে ২৫, ২০১৩
নজরুলের সম্মানে ফেসবুকে একগুচ্ছ প্রকল্প মমতার

কলকাতা: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিকে শ্রদ্ধা জানাতে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এমনটাই জানিয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



মমতা ফেসবুকে তার পোস্টে জানিয়েছেন, কবি নজরুল ইসলামকে সম্মান জানাতে রাজ্য সরকারের উদ্যোগে ২৫ মে থেকে ২৭ মে রবীন্দ্রসদনের শিশির মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কবির জন্মদিন উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কলকাতার নজরুল মঞ্চে।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেছেন, “বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম আমাদের গর্ব, আমাদের সম্পদ। রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত নজরুল একাডেমিতে তার সমস্ত কাজ সংরক্ষণ করা হচ্ছে। আমরা চুরুলিয়া ও আসানসোলে ‘কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’ নির্মাণ করছি। এ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের পঠন-পাঠন চালু হবে এ শিক্ষাবর্ষেই। ”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এরই মধ্যে দুর্গাপুরে গড়ে ওঠা বিমানবন্দরটির নামকরণ কবি কাজী নজরুল ইসলামের নামে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ”

মমতা আরও বলেন, “কবি নজরুলের স্পন্দন ও তার জাতীয়তাবাদী সৃজন প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। ”

উল্লেখ্য, ফেসবুকে এই প্রথম রাজ্য সরকার কবি নজরুলের সম্মানে গ্রহণ করা বিভিন্ন গঠনমূলক কর্মসূচির কথা জানালো।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৫, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।