ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তান: পাগারাকে সরকার দলে যোগ দেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, মে ২৫, ২০১৩

ঢাকা: পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)এর নেতা শাহবাজ শরিফ শনিবার পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এফ)প্রধান পির পাগারা এর সাথে কারাচিতে এক বৈঠকে মিলিত হয়েছেন।

পিএমএল-এন নেতা শরীফ করাচীর একটি আধুনিক বাসভবনে পাগারাকে উষ্ণ স্বাগত জানান এবং তাকে দলে যোগ দেয়ার প্রস্তাব দেন।

বৈঠকে পারাগা শরিফকে ১১ মে’র নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানান এবং দুই নেতা সরকার গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও বৈঠকে শরীফ আনুষ্ঠানিকভাবে পাগার এবং তার দলকে  সরকারে যোগদানের আমন্ত্রন জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ২৫ ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।