ঢাকা: তুরস্কের তরুণ-তরুণীরা এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। দেশটির রাজধানী আঙ্কারার ভূনিম্নস্থ রেলপথে (সাবওয়ে) জনসম্মুখে অবাধ চুম্বনের উপর কর্তৃপক্ষ সতর্কবাণী প্রদান করায় তারা চুম্বন প্রতিবাদ (কিস প্রটেস্ট) করেছে।
তুরস্কের সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, গত সপ্তাহে আঙ্কারার সাবওয়ে কর্তৃপক্ষ মুসলিম সংখ্যাগরিষ্ট দেশটিতে প্যাসেঞ্জারদের নৈতিকতা মেনে চলার জন্য সতর্ক ঘোষণা দেয়। এর আগে সাবওয়ে কর্তৃপক্ষের নিরাপত্তা ক্যামেরায় বেশ কয়েকজন কাপলের চুম্বনের দৃশ্য ধরা পড়ে।
অবাধে চুম্বনের উপর কর্তৃপক্ষ পরবর্তীতে আরো কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে এই শংকায় প্রায় ১শ জুটি একই সময়ে পরস্পরকে জড়িয়ে ধরে কয়েক মিনিট চুম্বন করে। এসময় তারা ‘ফ্রি কিসেস’, ‘ফ্রি হাগ’ লিখিত ব্যানার বের করে স্লোগান দিতে থাকে।
তরুণদের এমন অভিনব আন্দোলনে সমর্থন দিয়েছে দেশটির বিরোধী দল। তারা সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন। সেক্যুলারও সাবওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ির অভিযোগ তুলেছে।
অন্যদিকে দেশটির রক্ষণশীল একটি দল তরুণদের এই প্রতিবাদের বিরুদ্ধে কাউন্টার প্রতিবাদ করেছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আঙ্কারায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ২৬মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর