ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, মে ২৬, ২০১৩
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ঢাকা: পাকিস্তানের সিন্ধ প্রদেশে জামশোরো জেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছে।

জামশোরো টোল প্লাজার কাছে ইন্দুস সড়কে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।



নিহতদের মধ্যে রয়েছে নববধূ, তার মা-বোন ও তার শ্বশুর এবং গাড়ি চালক। ‍তারা সবাই ঘটনাস্থলেই নিহত হন। বর ও তার বোনকে গুরুতর আহতাবস্থায় নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সুত্র মতে, লারকানা থেকে বিবাহের আনুষ্ঠানিকতা শেষ করে করাচি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ২৬ মে, ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।