ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লেবাননে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, মে ২৬, ২০১৩
লেবাননে রকেট হামলা

ঢাকা: হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে দুটি রকেট হামলা করা হয়েছে। হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছে।



রোববার এই হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। তবে ঠিক কোন স্থ‍ান থেকে এই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর সঙ্গে লেবাননের জঙ্গী গোষ্ঠী হিজবুল্লাহর যোগ দিয়ে বিদ্রোহীদের উপর হামলা করছে বলে অভিযোগ উঠেছে।

এই নিয়ে লেবানন এবং সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর আগে সিরিয়ার বিদ্রোহীরা আসাদ বাহিনীকে সাহায্য করার জন্য হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল।

বিদ্রোহীদের হুমকির জবাবে শনিবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সিরিয়া সংঘর্ষে তাদের অবস্থানে কোন হেরফের হবে না বলে সাফ জানিয়ে দেয়।

তারপরই আজ এই রকেট হামলার ঘটনা ঘটল।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ২৬ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।