ঢাকা: শনিবার প্যারিসের বাইরে একটি ব্যস্ততম বাণিজ্যিক জেলায় একজন ফরাসি সেনার গলায় ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত।
তবে এই আক্রমণের সঙ্গে ব্রিটিশ সেনা হত্যার ঘটনাটির কোন যোগসূত্রতা আছে কিনা তা খতিয়ে দেখছে ফরাসি সরকার।
ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন যে পালিয়ে যাওয়া আক্রমণকারীর পরিচয় জানা যায়নি। তাই এই আক্রমণ সম্পর্কে কোন রকম সিদ্ধান্তে আসা থেকেও বিরত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।
সরকার পক্ষীয় আইনজীবী রবার গেলি জানান, হামলার সময় ফরাসি সেনা রাষ্ট্রীয় সুরক্ষা প্রোগ্রামের অংশ হিসেবে লা দিফঁস নামে ওই সেনা বাজার এলাকায় টহল দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাকে পেছন থেকে গলায় ছুরিকাঘাত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানান হয়েছে যে, আহত ফরাসি সেনা এখন আশঙ্কা মুক্ত।
স্বরাষ্ট্র মন্ত্রী মানুয়েল ভালস বলেন, “এই আকস্মিক সহিংসতার পদ্ধতিকে বিবেচনায় রেখে এই হামলার সঙ্গে লন্ডনে ঘটে যাওয়া সহিংসতার তুলনা করা যেতে পারে। তবে এই মুহুর্তে, সত্যি বলতে আমরা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে চাই”।
উল্লেখ্য, বুধবার লন্ডনের রাস্তায় দিনের আলোতে ব্রিটিশ সেনা লি রিগবি দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারায়।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মে ২৬, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও কবির হোসেন, নিউজরুম এডিটর