নয়াদিল্লি : মুখের মধ্যে ধরা মোবাইলে টর্চ জ্বেলে ঘরের মধ্যে কাজ করছিলৈন ২২ বছরের যুবক মিথিলেশ। এ সময় আচমকাই বিস্ফোরণ ঘটে চীনের তৈরি ওই মোবাইলে।
বিস্ফোরণে গুরুতর জখম হন মিথিলেশ। এমনকী তাঁর মাটির বাড়ির চালও উড়ে যায়। শুক্রবার রাতে ভারতের মধ্যপ্রদেশের সেনয় জেলার ঘুরওয়াদা গ্রামে এ ঘটনা।
আহত মিথিলেশকে নাগপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্ধকারে মুখে মোবাইলের আলো জ্বেলে চিনির প্যাকেট খুঁজছিলেন মিথিলেশ। তখনই তাঁর মুখের মধ্যে হঠাৎ ফেটে যায় চীনা মোবাইলটি।
বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, মে ২৬, ২০১৩
এসপি/ সম্পাদনা: এসএস