কলকাতা : সৌদি আরবে বিদেশি কর্মী নিয়োগে বড়সড় রদবদল ঘটতে চলেছে। যার জেরে ১ লাখ ভারতীয় কর্মহীন হয়ে পড়বে।
অন্যথায় তারা গ্রেফতারের মুখোমুখি হবেন। এ অবস্থায় ভারত জানিয়েছে,ইচ্ছুক ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য দেশের লোকের কর্মসংস্থানের সৃষ্টিতে সৌদি আরবে বিভিন্ন কোম্পানিতে কর্মরত ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে রিয়াদ। এজন্য বেআইনিভাবে বিভিন্ন কোম্পানিতে নিযুক্ত কর্মীদের হাতে দেশত্যাগের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে।
সৌদির পক্ষ থেকে জানানো হয়েছে- বিভিন্ন উপায়ে দেশের কর্মসংস্কৃতিতে নিয়মানুবর্তিতা ফেরাতে না পেরে এবং দেশের নাগরিকদের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে না পেরে শেষ পর্যন্ত এই পদক্ষেপ আরব প্রশাসনের।
প্রথম দফায় যাদের হাতে দেশত্যাগের নোটিশ ধরানো হয়েছে, আগামী ৩ জুলাইয়ের মধ্যেই তাদের দেশে ফিরতে হবে।
নচেৎ অনধিকার প্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার করা হবে। আর সৌদির এই তালিকায় রয়েছে লক্ষাধিক ভারতীয় নাগরিকদের নাম।
ইতোমধ্যে দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার জন্য সৌদি আরব গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সলমন খুরশিদ।
তিনি জানিয়েছে,আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। তবে অবশ্যই সৌদির আইন প্রক্রিয়া মেনে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ২৬,২০১৩
ভাষ্কর/ সম্পাদনা: এসএস