ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অন্ধ্রে দাবদাহে মৃত্যু বেড়ে ২৭৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, মে ২৭, ২০১৩

নয়াদিল্লি: ভারতের অন্ধ্র প্রদেশে ৪৭ ডিগ্রির বেশি তাপদাহ চলছে। এ অবস্থায় গরমের কারণে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে।



আদিলাবাদ ও করিমনগর জেলা দুটির প্রত্যেকটি থেকে ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৪ জনে।
 
এই পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। রাজ্য আপদকালীন মন্ত্রণালয়ের প্রধান টি রাধা এই তীব্র গরমে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

মৃতের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। তবে বিরোধীরা ক্ষতিপূরণের পরিমাণ ২ লক্ষ করার দাবি জানিয়েছে।

বাংলদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ২৭, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।