ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জেলে ফাইল বানানোর কাজ পেলেন সঞ্জয় দত্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, মে ২৭, ২০১৩
জেলে ফাইল বানানোর কাজ পেলেন সঞ্জয় দত্ত

বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্তকে ইয়ারাওডা জেলে কাগজের তৈরি ফাইল বানানোর কাজ দেওয়া হয়েছে। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামালায় আগামী ৪২ মাস তাকে এ জেলেই কাটাতে হবে।



সুরক্ষার কারণে সঞ্জয়কে অন্য বন্দিদের সঙ্গে আপাতত মেলামেশা করতে দেওয়া হচ্ছে না। তাই তাকে তার নিজের সেলের মধ্যে বসেই এ ফাইল বানানোর কাজ দেওয়া হয়েছে। গত বার ইয়ারাওডা জেলে থাকার সময় সঞ্জয় বেতের চেয়ার বানানোর কাজ পেয়েছিলেন। তিনি মুক্তি পাবার পর জেল কর্তৃপক্ষ সেই চেয়ার গুলি নিলামে বিক্রি করেন।

এবার তাকে একই কাজ না দিয়ে অন্য রকম কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্জয়কে সেলের মধ্যে বসে করা যায় এমন কাজই দেওয়া হবে। সাধারণত জেলের বন্দিদের যোগ্যতা ও উৎসাহের বিচার করে তাকে বিভিন্ন রকমের কাজ দেন। এর মজুরি হিস‍াবে বন্দিদের দৈনিক ২৫-৪০ রুপি পারিশ্রমিক দেওয়া হয়। এ‍ জমাকৃত টাকা বন্দি মুক্তি পাবার পর তার হাতে তুলে দেন জেল কর্তৃপক্ষ।

মূলত বন্দিদের তৈরি করা জিনিসগুলো সরকারি অফিসে বিক্রি করা হয়। সঞ্জয়ের ক্ষেত্রেও একই রকম করা হবে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন।

বাংলাদেশ সময় ১৭৪৯ ঘণ্টা, মে ২৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।