ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লন্ডন সেনা হত্যা: গ্রেফতারকৃত তিনজনের জামিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, মে ২৭, ২০১৩
লন্ডন সেনা হত্যা: গ্রেফতারকৃত তিনজনের জামিন

ঢাকা: যুক্তরাজ্যের লন্ডনে প্রকাশ্য দিবালোকে সৈন্য লি রিগবি হত্যার ঘটনায় গ্রেফতারকৃতদের তিন সন্দেহভাজনকে জমিনে মুক্তি দেওয়া হয়েছে।  

পুলিশ জানায়, তিন জনকে জামিন দেওয়া হলেও তাদের দক্ষিণ লন্ডন থানায় নিয়মিত হাজিরা দিতে হবে।



এই তিন জনের বয়স যথাক্রমে ২১, ২৪ আর ২৮ বছর। রিগবি হত্যাকান্ডের পর তাদেরকে টানা তিন দিন দক্ষিণপূর্ব লন্ডন থানায় রাখা হয়। ওই তিনজনসহ মোট নয়জনকে আটক করেছিল পুলিশ।

ঘটনার দিনে গ্রেফতারকৃত দুই জনকে হাজতে রাখা হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকি‍ৎসাধীন রয়েছে সেনা হত্যার দুই সন্দেহভাজন  হামলাকারী আদেবোলাজো ও মাইকেল আদেবোওয়ালে।

উল্লেখ্য, বুধবার লন্ডনে একটি সামরিক ছাউনির কাছে ছুরিকাঘাতে নিহত হয় আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ সেনা লি রিগবি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ২৭, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।