ঢাকা: কুয়েতে জনসাধারণের রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার আবশ্যক।
সম্প্রতি কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্টের এক আদেশে বলা হয়, যারা রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করবে না তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হবে।
সহকারী সেক্রেটারি (ট্রাফিক) মেজর জেনারেল আব্দুল ফাত্তাহ আল আলীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় দৈনিক আল রাই পত্রিকা।
মেজর জেনারেল আব্দুল ফাত্তাহ সবাইকে সর্তক করে বলেন, “যারা এ আইন অমান্য করবে তাদের ২৫ দিনার (৬,৮০০ টাকা) জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হবে। ”
তিনি আরও বলেন, “যেখানে জেব্রা ক্রসিংয়ের চিহ্ন রয়েছে শুধু সে স্থান দিয়েই রাস্তা পার হতে হবে। এজন্য অপেক্ষা করতে হবে সবুজ সংকেত পর্যন্ত। ”
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর