ঢাকা: ভারতের জাতীয় তদন্ত সংস্থা ছত্তিশগড়ে রাজ্যের কংগ্রেস নেতাদের ওপর নকশালদের হামলার ঘটনাস্থলে পৌঁছেছে। তাদের অনুসন্ধানে হামলার সময় নিরাপত্তার কোনো ত্রুটি বেরিয়ে আসলে দায়ীদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
সোমবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরপিএন সিং জানান, কেউ দোষী সাব্যস্ত হলে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরো বলেন, “মাওবাদী হামলার তদন্ত করার জন্য আমরা এনআইএকে নিয়োগ করেছি। নিরাপত্তা ত্রুটি থাকার সম্ভাবনা করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোন ত্রুটি থাকলে তা কাটিয়ে উঠতে হবে। আমরা ব্যবস্থা গ্রহণ করছি। ”
হামলার প্রধান ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করা গেছে কিনা-এমন প্রশ্নে তিনি জানান, এটি বলা খুবই্ আগাম হয়ে যায় এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই এ বিষয়ে বলা যাবে।
শনিবার সমাবেশ শেষ করে কার্যালয়ে ফিরছিলেন ছত্তিশগড় রাজ্য কংগ্রেসপ্রধান নন্দ কুমার প্যাটেল, তার ছেলে দিনেশ কুমার প্যাটেল ও দলের অন্যান্য নেতা-কর্মীরা।
রাজ্যের শুকমা এলাকার বনের ভিতর দিয়ে যাওয়ার সময় গাছের গুড়ি ফেলে তাদের গতিরোধ করা হয়। এরপর বোমা ফাটায় ও গুলি চালায় মাওবাদী বিদ্রোহীরা। এতে নন্দ কুমার ও তার ছেলে দিনেশ কুমারসহ ২৭ জন নিহত হয়।
ভারতের অন্যতম চরমপন্থি এলাকা হচ্ছে ছত্তিশগড়। নকশালদের হামলায় গত আট বছরে কমপক্ষে দুই হাজার লোক নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ২৭, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com