কলকাতা: গত শনিবার ছিলো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী গেলো কয়েকদিন আগে।
তাই বাংলার প্রধান দুই কবির শ্রদ্ধা জানাতে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সোমবার সন্ধ্যায় আয়োজন করে রবীন্দ্র-নজরুল সঙ্গীতসন্ধ্যা।
কলকাতার হোচিমিন সরণীতে অবস্থিত আইসিসিআর মিলায়তনের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম পলিটব্যুরো সদস্য মুহম্মদ সেলিম, বিশিষ্ট গায়ক প্রতুল মুখোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক মীরাতুন নাহার, কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত আবিদা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী অরিন্দম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ ও নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা।
দুই শিল্পীর গানের ভেলায় ভেসে যায় কলকাতার সঙ্গীত প্রেমিক মানুষ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, এসএস