ঢাকা: ইরাকে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।
সোমবার দেশটির রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় এই বোমা হামলা চালানো হয়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বাগদাদের ব্যস্ততম শপিংমল এবং মার্কেট লক্ষ্য করে কমপক্ষে ১২টি বিস্ফোরণ ঘটানো হয়।
সোমবারের এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে হামলা প্রতিরোধের ঘোষণা দেয়।
সম্প্রতি ইরাকে রাজনৈতিক ও জাতিগত উত্তেজনার প্রেক্ষিতে এই হামলার ঘটনা উল্লেখযোগ্যহারে বেড়ে গেছে।
সাম্প্রতিক এই হামলা থেকে আশংকা করা হচ্ছে দেশটি ২০০৬-২০০৭ সালের জাতিগত সহিংসতার দিকে ফিরে যাচ্ছে। ওই সহিংসতায় কয়েক হাজার লোক নিহত হয়েছিল।
দুই সপ্তাহ আগে ইরাকের পূর্বাঞ্চলে সুন্নি মসজিদ লক্ষ্য করে হামলায় ৩৮ জন নিহত হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ২৮ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর