ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মারা গেলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী পুরুষ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, মে ২৮, ২০১৩
মারা গেলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী পুরুষ

ঢাকা: মারা গেলেন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বয়সী পুরুষ । বৃহস্পতিবার ১১৩ বছর বয়সে মারা যান বারবাডোসের অধিবাসী জেমস সিসনেট।

জেমসের পরিবারের সদস্য জিরার্ড জানান, “ বারবাডোসে সিসনেট ছিলেন একজন তারকা। শ্রদ্ধার প্রতীক। মৃত্যুর সময় পর্যন্ত তিনি সুস্থ ছিলেন। তাকে সবাই ‘গ্রান্ডফাদার’ নামে চিনত। ” এ সময় জেমস সিসনেটের স্মরণে একটি স্টেডিয়াম স্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

১৯০০ সালের ২২ ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া সিসনেট পৃথিবীতে দীর্ঘ জীবন অতিবাহিত করে মারা গেলেন ১৩৩ বছর ৯০ দিন বয়সে। অর্থাৎ মোট ৪১,৩৬৩ দিন (লিপ ইয়ারের বাড়তি ২৮ দিনসহ) বেঁচে ছিলেন তিনি।

পেশায় কামার জেমস ১৯৭০ সালে ব্যবসা থেকে অবসর নেন। এর আগে বিশ্বের জীবিত পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী বৃদ্ধ জাপানের অধিবাসী জিরোমন কিমুরা এপ্রিল মাসে ১১৬ বছর বয়সে মারা যান।
বেসরকারি সংগঠন জিআরজির তথ্য অনুযায়ী কানাডা এবং আর্জেন্টিনায় এখনও কিছু নারী জীবিত আছেন যাদের বয়স জেমস সিসনেটের চেয়েও বেশি।

গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হলেন ফ্রেঞ্চ নারী লুসি কামেন। যিনি এখনও বেঁচে আছেন। তার বয়স বর্তমানে ১২২ বছরেরও বেশি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মে ২৮, ২০১৩
এটি/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।