নয়াদিল্লি: ভারতের ছত্রিশগড়ে গত শনিবার মাওবাদী আক্রমণে ২৯জন কংগ্রেস নেতার মৃত্যুতে মাওবাদীদের দায় স্বীকার নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। কিন্তু ঘটনার তিনদিন পর মাওবাদীরা এ মৃত্যুর দায় স্বীকার করেছে।
দায় স্বীকারের বিবৃতির পাশাপাশি অডিও রেকর্ডও প্রকাশ করে মাওবাদীরা। সেই সঙ্গে তারা জানিয়েছে, নিহত কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা ও নন্দকুমার প্যাটেলই ছিলেন তাদের টার্গেট। আর তাদের শাস্তি দিতেই এ হামলা চালানো হয়।
মাওবাদীদের দাবি, রাজ্য সরকারের সঙ্গে আদিবাসীদের দমন-পীড়নে সমানভাবে জড়িত কংগ্রেসও।
ছত্রিশগড় মাওবাদী হামলার নেপথ্যে কে বা কারা, কাদের নির্দেশে গোটা অপারেশনটা চালানো হয়েছে, সে ব্যাপারে জোর জল্পনার মধ্যেই ভারতীয় গোয়েন্দা সংস্থা।
বিশেষ সূত্রে জানা গেছে, গোয়েন্দাদের হাতে আসা তথ্য থেকে ধারণা করা হচ্ছে, শনিবারের হত্যাকাণ্ডের পিছনে রয়েছে তিন কুখ্যাত মাওবাদী নেতা। এরা হলেন- গুপতি, গুডসা ও গগন্না।
গোয়েন্দা রিপোর্টে এমনও তথ্য ছিল যে, কংগ্রেস নেতাদের ওপর হামলার সময় ছত্রিশগড়ে উপস্থিত ছিলেন মাওবাদীদের শীর্ষনেতা গুপতি। যে দলটি হামলা চালিয়েছে, তার সদস্যদের বয়স ২০-২৫ বছরের মধ্যে। যার মধ্যে অর্ধেকের বেশি ছিল নারী।
বাংলদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর