ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মাওবাদী হামলার আশঙ্কায় সিল পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমানা

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, মে ২৮, ২০১৩

নয়াদিল্লি: মাওবাদী হামলার আশঙ্কায় সিল করে দেওয়া হলো পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমানা।

ওড়িশা সংলগ্ন জঙ্গলমহল এলাকায় যে কোনো সময় মাওবাদীরা হামলা করতে পারে- কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের এ খবরে দুই রাজ্যের সীমানা বন্ধ করার সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন।



ওড়িশা সীমানা সংলগ্ন জঙ্গলমহল অঞ্চলের নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সিংভূমে মাও-নেতা রঞ্জিত পাল ও আকাশের নেতৃত্বে এ হামলা হতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে।

গোয়েন্দাদের দাবি, দিনকয়েক আগেই ছত্রিশগড়ের সঙ্গলে মাও-নেতা গণপতির সঙ্গে আলোচনার পরই ওড়িশা সংলগ্ন এ অঞ্চলে হামলার ছক কষে মাও-নেতা রঞ্জিত পাল ও আকাশ।

ওড়িশা-পশ্চিমবঙ্গ সীমানার পাশাপাশি ঝাড়খণ্ড-ওড়িশা সীমানাও সিল করে দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।