ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাংলাদেশ উপদূতাবাসে রবীন্দ্র-নজরুল সঙ্গীতসন্ধ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, মে ২৮, ২০১৩
বাংলাদেশ উপদূতাবাসে রবীন্দ্র-নজরুল সঙ্গীতসন্ধ্যা

কলকাতা : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার উদযাপিত হলো । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীও হয়ে গেলো কয়েকদিন আগে।



বাঙালীর প্রধান দুই কবিকে শ্রদ্ধা জানাতে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সোমবার সন্ধ্যায় আয়োজন করে রবীন্দ্র-নজরুল সঙ্গীতসন্ধ্যা।

কলকাতার হোচিমিন সরণীতে অবস্থিত আইসিসিআর মিলায়তনের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে সঙ্গীত সন্ধ্যার আয়োজন  করা হয়।
    
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্য বামফ্রন্টের সাবেক চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, বিশিষ্ট গায়ক প্রতুল মুখোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক মীরাতুন নাহার, কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের উপ-রাষ্ট্রদূত আবিদা ইসলাম প্রমুখ।
    
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলকাতায় বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ ও নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, কাজী নজরুল ইসলামের প্রপৌত্র কাজী অরিন্দম।

অনুষ্ঠানে দুই শিল্পীর গানের ভেলায় ভেসে যায় কলকাতার সঙ্গীত প্রেমিক মানুষ।

বাংলদেশ সময়  : ১৩৫৫ ঘণ্টা,  মে ২৮, ২০১৩
এসপি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।