কলকাতা : ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিশেষ দূত এস কে লমভা সোমবার পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছেন। লাহোরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ১২ মে নওয়াজ শরিফের সঙ্গে মনমোহন সিং-এর টেলিফোনে আলাপ হয়। তখনই জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা বার্তা নিয়ে এস কে লমভা পাকিস্তানে যাবেন।
এস কে লমভা এবং নওয়াজ শরিফের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরোও সদৃঢ় হলো। এ সাক্ষাতে দু’দেশের ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন নিয়ে কথা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভারত সরকারের পক্ষে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ২৮, ২০১৩
ভাস্কর/ সম্পাদনা: শাহজাহান মোল্লা, এসএস