কলকাতা : আলাদা রাজ্যের দাবীতে অনির্দিষ্টকালের জন্য দার্জিলিং-এ অনশনে বসল গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম)। অনশনের মূল দাবী দার্জিলিংসহ ডুয়ার্সে আলাদা রাজ্য গঠন করা।
গত ২৪ মে তাদের নেতা ছাদ্রা ইয়যোন-এর গ্রেপ্তারের বিরুদ্ধে অনির্দিষ্ট কালের জন্য পাহাড় হরতালের ডাক দিয়েছিল জি জে এম । ছাদ্রা ইয়যোন দার্জিলিং -এ এক তৃনমূল নেতার বাড়ি পুড়িয়ে দেবার অভিযোগে গ্রেপ্তার হয়।
পাহাড়ে সবে শুরু হয়েছে টুরিস্টদের মওশুম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং সদ্য বের হওয়া মাধ্যমিক পরীক্ষার ফলাফল হরতাল তুলে নেবার অন্যতম কারণ বলে জানিয়েছেন জি জে এম-এর সাধারণ সম্পাদক রোশন গিরি।
অনির্দিষ্টকালের জন্য অনশনের অন্য দাবী হোল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন(গি টি এ)- এর বিষয়ে হস্তক্ষেপ করা চলবে না।
এছাড়া দাবির মধ্যে রয়েছে পুলিশের অত্যাচার বন্ধ, জি জে এম এর নেতাদের ওপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার এবং সমস্যা সমাধানে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন কমিটিকে দার্জিলিং হাজির হয়ে বাস্তব পরিস্থিতি দেখেনো।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ২৮,২০১৩
ভাস্কর/ সম্পাদনা: এসএস