নয়াদিল্লি: অতীতে এনডিএ’র অন্যতম শরিক তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু এখন তৃতীয় শক্তির হয়ে জোর প্রচারণা চালাচ্ছেন।
তিনি আশা করছেন, আগামী লোকসভা নির্বাচনের আগে নতুন করে তৃতীয় ফ্রন্ট গড়ে উঠবে এবং কেন্দ্রে সরকার গড়বে সেই তৃতীয় ফ্রন্টই।
তেলুগু দেশম পার্টির বার্ষিক সভার উদ্বোধনী ভাষণে চন্দ্রবাবু বলেন, “কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ টলায়মান ও ক্ষমতা হারানোর মুখে। কংগ্রেসের বিকল্প হিসেবে কেন্দ্রে সরকার গড়ার ক্ষমতা নেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’রও। এই অবস্থায় কেন্দ্রে একটি তৃতীয় শক্তির উত্থান হবে এবং সেই তৃতীয় ফ্রন্টই গঠন করবে সরকার। ”
টিডিপি-ই সরকারের নিয়ন্ত্রক শক্তি হবে বলেও মন্তব্য করেন তিনি।
এখন পর্যন্ত কেন্দ্রের চারটি অকংগ্রেসি সরকোরের তিনটিতেই তেলুগু দেশম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। চন্দ্রবাবু বলেন, “ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। তেলুগু দেশমই ফের ‘কিং মেকার’-এর ভূমিকা পালন করবে। ”
কংগ্রেস একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে কড়া সমালোচনা করে এনটি রামারাওয়ের জামাই বলেন, “এই দুর্বল সরকারের জন্য প্রতিবেশী দেশগুলি আমাদের উপর কর্তৃত্বসুলভ আচরণ করছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতেও ব্যর্থ এই সরকার। নারীদের নিরাপত্তা নেই। সন্ত্রাসবাদী আক্রমণ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়ছে। ”
একমাত্র তেলুগু দেশমের চাপেই কংগ্রেস কিরণকুমার রেড্ডি মন্ত্রিসভা থেকে দুর্নীতিপরায়ণ মন্ত্রীদের বাদ দিয়েছে বলে দাবি করেন চন্দ্রবাবু।
দেশ থেকে দুর্নীতি দূর হলে তবেই ভারত অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবে বলেও মন্তব্য করেন চন্দ্রবাবু নাইডু।
আর দেশের যুবকরাই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ২৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর