ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মাইন বিস্ফোরণে বিএসএফ জওয়ানের মৃত্যু

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, মে ২৮, ২০১৩
ছত্তিশগড়ে মাইন বিস্ফোরণে বিএসএফ জওয়ানের মৃত্যু

কলকাতা: ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের পেতে রাখা মাইন বিস্ফোরণে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে।

কাঙ্কের জেলার বাদগাঁও থানার অন্তর্গত কোন্দি গ্রামের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



মঙ্গলবার সকালে বিএসএফ-এর একটি দল মাওবাদী অধ্যুষিত কোন্দি ও ছিন্দপাল গ্রামের মধ্যবর্তী অঞ্চলে টহল দিচ্ছিলো। তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, মাওবাদীরা ওই অঞ্চলে মাইন পুঁতে রেখেছে।

মাইন খুঁজে বের করার সময় একজন জওয়ান মাটিতে পুঁতে রাখা মাইনে পা দেন। সঙ্গে সঙ্গে মাইনটি বিস্ফোরিত হয় এবং ওই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী।

এ ঘটনার পরেও ওই অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে।

উল্লেখ্য, তিনদিন আগে ছত্তিশগড়েই জাতীয় কংগ্রেসের একটি মিছিলে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৩২জন কংগ্রেস নেতাকর্মীকে হত্যা করেছে মাওবাদীরা।

বাংলাদেশ সময়:  ১৭০৯ ঘণ্টা, মে ২৮, ২০১৩  
ভাস্কর/সম্পাদনা: এম জে ফেরদৌস ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।