ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত-পাক সীমান্তে দাবানল

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, মে ২৮, ২০১৩
ভারত-পাক সীমান্তে  দাবানল

নয়াদিল্লি: ভারত-পাক সীমান্ত সংলগ্ন জম্মু-কাশ্মীরের নৌশেরা অঞ্চল ভয়াবহ দাবানলের কবলে পড়েছে।

বনবিভাগের কর্মকর্তাদের দেয়া তথ্য অনুসারে এই দাবানল পাকিস্তান থেকে ছড়িয়েছে।

পরবর্তীতে ধীরে ধীরে ভারতীয় অংশেও আগুন এগুতে থাকে।

স্থানীয়রা এবং বনবিভাগের কর্মীরা বিভিন্ন ভাবে  আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

তারা জানান, সীমান্তবর্তী এলাকায় মাইন পোঁতা রয়েছে বলে আগুন নেভাতে খুব বেশি সফল হওয়া যাচ্ছেনা।

উল্লেখ্য,দিন দুয়েক আগে জম্মু-কাশ্মীরে একইভাবে দাবানলে বিশাল অংশের বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও এ ধরনের ঘটনায় চিন্তিত স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময় : ২২২২ ঘণ্টা, মে ২৮, ২০১৩
এসবি/সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।