ঢাকা: সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ ‘ক্লিনিক্যালি ডেড’ (চিকিৎসার ভাষায় মৃত) হয়েছেন। লন্ডনভিত্তিক আশরাক আলাওসাত নামের একটি সংবাদ মাধ্যমের এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুসসহ বাদশার গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না।
ভেন্টিলেটরের সাহায্যে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে বাদশার ‘মৃত্যু’ সম্পর্কে কোনো মন্তব্য করেনি রাজকীয় আদালত।
বেশ কিছু দিন ধরে জনসম্মুখে আসেননি বাদশা। তার অনুপস্থিতে তার পক্ষে যুবরাজ সরকারি বৈঠকে অংশ নিচ্ছেন।
দ্বিতীয়বারের মতো সৌদি বাদশার মৃত্যুর খবর প্রকাশ করল আশরাক আলাওসাত।
২০১২ সালের নভেম্বরে দৈনিকটি জানিয়েছিল, সৌদি বাদশাকে কোমায় রাখা হয়েছে এবং ১৪ ঘণ্টাব্যাপী পিঠে অস্ত্রোপচারের এক সপ্তাহ পর তিনি ‘ক্লিনিক্যালি ডেড’ হয়েছেন।
পরে রাজকীয় আদালত পত্রিকাটির দাবি প্রত্যাখান করেন।
গত কয়েক বছর ধরে ৮৯ বছর বয়সী বাদশা আবদুল্লাহর স্বাস্থ্যের অবনতি হয়েছে। বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, মে ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com