ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শিশুদের ভাইরাস থেকে রক্ষায় নতুন টীকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, মে ২৯, ২০১৩

ঢাকা: শিশুদের এন্টেরোভাইরাস ৭১ (enterovirus 71, EV71) থেকে রক্ষায় চীনের বিজ্ঞানীরা নতুন একটি টীকা আবিষ্কার করেছে। শিশুদের হাত, পা এবং মুখের যাবতীয় রোগের জন্য এই ভাইরাস দায়ী বলে জানান বিজ্ঞানীরা।



তারা আরও জানান, EV71 নামের এই ভাইরাসটি সম্পর্কে ১৯৬৯ সালে প্রথম জানা যায়। সেসময় বিশ্বজুড়ে ভাইরাসটির কারণে হাত, পা এবং মুখের রোগ মহামারি আকারে দেখা দেয়। এ মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুসারে এ রোগটি বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন অংশে দেখা দিলেও সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া মহাদেশে এর প্রকোপ বেশি দেখা যায়।

গবেষকদের প্রধান, জিয়াংশু প্রভিনশিয়াল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিজ্ঞানী ফেং-চাই ঝু জানান, টীকাটি নিরাপদ এবং সহনশীল। টীকা এবং প্ল্যাসেবো (রোগ নিরাময়ের জন্য নয়, শুধু রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওষুধের নামে দেওয়া অন্য কিছু) গ্রুপ দু’টো ক্ষেত্রেই পার্শ্বপ্রতিক্রিয়া একই ছিল।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।