সমসাময়িক সময়ে এশিয় রাজনীতিতে সব থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বসলেনর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। তিন দিনের জাপান সফরে আলোচনা সভায় তিনি বলেন, জাপান ভারতের স্বাভাবিক বন্ধু।
শুধু অর্থনৈতিকভাবেই নয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি বজায় রাখতে জাপান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি জাপান- ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, জাপান ইন্ডিয়া পার্লামেন্ট্ররি ফ্রেন্ডশিপ লিগ এবং ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ কাউন্সিলের আয়োজিত সভায় এ কথা বলেন।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমুদ্র সুরক্ষার ব্যাপারে জাপানকে এক ‘ভরসাযোগ্য বন্ধু’ বলে অবহিত করে তিনি বলেন, ইন্দো- প্যাসিফিক অঞ্চলের শান্তি শুধু এশিয়া নয় পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে। এ বিষয়ক যে কোনো বিবাদ শুধু আন্তর্জাতিক আইনের সাহায্য নিয়েই সমাধান করা উচিত।
তিনি জানান, ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় প্রযুক্তি এবং তথ্য বিনিময়ের মাত্রা আরো বাড়ানো দরকার। স তিনি যৌথ নৌ-মহরার কথাও উল্লেখ করেন।
ড. মনমোহন সিং বলেন, ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের কার্যকারিতা নতুনভাবে পরিকল্পনা করার দারি রাখছে ভারত। তিনি মনে করিয়ে দেন এশিয়ার প্রতিটি দেশ একে অপরের ওপর নির্ভরশীল। কিন্তু কিছু ঐতিহাসিক সময় ধরে চলে আসা বিতর্ক এ অঞ্চলের সুদীর্ঘ উন্নয়নের পরিপন্থী হয়ে দাঁড়িয়ে আছে।
এ মন্তব্য চীন সাগরের পূর্ব ও দক্ষিণ অংশে চীনের প্রভাব বিস্তার করার চেষ্টার বিষয়টি স্মরণে রাখলে এর তাৎপর্য অনুভব করা সম্ভব। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এ মন্তব্য ঠিক জাপানের প্রধানমন্ত্রী সিনজাও অ্যাবের সঙ্গে বৈঠকের বসার আগেই করলেন। কূটনৈতিক মহলের ধারণা ড. মনমোহন সিং এর এ বক্তব্যে ভবিষ্যতে এশিয়ার রাজনৈতিক পটভূমিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।
বাংলাদেশ সময় ১৯২৫ ঘণ্টা, মে ২৯, ২০১৩
ভাস্কর/ সাব্বিন হাসান, আইসিটি এডিটর