ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে আত্মহত্যা বাড়ছে তরুণদের মধ্যে

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, জুন ৬, ২০১৩

নয়াদিল্লি: অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা গ্লামার দুনিয়ার অভ্যন্তরে লুকিয়ে থাকা অবসাদ ও ডিপ্রেশনকে আরও একবার সামনে এনেছে।

ক্রাইম ব্যুরোর রিপোর্টও বলছে, ১৫ থেকে ২৯ বছর বয়সের তরুণদের মধ্যে এ ধরনের আত্মহত্যার ঘটনা বেড়ে চলেছে।

১৯৭৮ সালে এক লাখ জনসংখ্যার মধ্যে যুবকদের আত্মহত্যার হার ছিল ৬.৩ শতাংশ। ১৯৯০ সালে তা বেড়ে দাঁড়ায় ৮.৯ শতাংশে।

এভাবে গত এক দশকে ভারতে আত্মহত্যার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। ২০০৯ সালে এই হার ছিল ১০.৯ প্রতি এক লাখ জনসংখ্যায়। ২০১০ সালে তা দাঁড়ায় ১১.৪ শতাংশে।

তবে বিশেষজ্ঞদের অভিমত, এ সংখ্যা আরো বেশিও হতে পারে। কেননা, অনেকেই আত্মহত্যার ঘটনা নথিভুক্ত করান না।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ০৬, ২০১৩
এসপি/ সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।