ঢাকা: চিনের জিনহুয়া অঞ্চলের একটি বাড়ির স্যানিটারি পাইপ থেকে উদ্ধার হওয়া নবজাতকটিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে তার নানা-নানী।
তবে পুলিশ বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখছে।
পুলিশ কর্মকর্তা ঝিয়াং জিয়াংসং বলেন, “পুলিশ ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে দেখছে। ফলে বাচ্চাটির মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
নবজাতকের মা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পুলিশকে তদন্তে সাহায্য করছেন। ”
নবজাতকের মায়ের বয়স ২২ বছর বলে জানায় পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়, তার প্রসবের তারিখ কাছাকাছিই ছিল। হঠাৎ পেট ব্যথা করলে তিনি বাথরুমে যান। আর এ কমোডেই তার বাচ্চা প্রসব হয়ে যায়। পরে লাঠি দিয়ে বাচ্চাটিকে বের করার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
স্থানীয় পুলিশ জানায়, আপাতত তার (নবজাতকের মা) দেওয়া বিবরণে আস্থা রাখছেন তারা। তবে এ বিষয়ে তদন্ত চলবে।
উল্লেখ্য, শনিবার চীনের উপকূলীয় জেজিয়াং প্রদেশের জিনহুয়া অঞ্চলের একটি বাড়ির চার ইঞ্চি ব্যাসের স্যানিটারি পাইপ থেকে ওই নবজাতককে উদ্ধার করে দমকল কর্মীরা। প্রায় দুইঘণ্টা চেষ্টার পর পাইপ কেটে শিশুটিকে বের করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ৩০, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও জনি সাহা, নিউজরুম এডিটর