ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মাওবাদীদের টার্গেট দিল্লিসহ বিভিন্ন মেট্রো শহর

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, মে ৩১, ২০১৩

নয়াদিল্লি: ভারতের রাজধানী দিল্লিসহ একাধিক মেট্রো শহরে হামলা চালানোর পরিকল্পনা করছে মাওবাদীরা।

আগামী কয়েক মাসের মধ্যে শহরগুলিতে মাওবাদীদের বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।



ছত্তিশগড়ে কংগ্রেস শীর্ষ নেতাসহ ২৯জনের মৃত্যুর পর এবার আন্দোলনকে মাওবাদী অধ্যুষিত এলাকার বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের।

বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে ও প্রশাসনের ঘুম কাড়তে মাওবাদীদের নতুন রণকৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে।
    
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করা রিপোর্ট বলছে, গত শনিবারের সাফল্যের পর নতুন করে আশার আলো দেখছে নিষিদ্ধ সংগঠনগুলি। ফলে জাতীয় পর্যায়ে সামনে আসার জন্য প্রস্তুতি শুরু হয়েছে সাংগঠনিক স্তরে। লক্ষ্য, তাদের দাবিগুলো তুলে ধরা।

গত কয়েকমাস অনেকটা নিষ্প্রভ ছিল মাওবাদী হামলা ও আন্দোলন। আন্তর্জাতিক পর্যায়ে নজরকাড়ার মতো বড় কিছু করতেই সংগঠনটির এই নতুন ছক বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

ছত্তিশগড়, ওড়িশা ও ঝাড়খণ্ডের জঙ্গলে থাকা মাওবাদী নেতারা ইতোমধ্যেই নানা কর্মসূচি হাতে নিতে শুরু করেছেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ভারী অস্ত্রে সজ্জিত মাওবাদী গেরিলারা গত ২৫ মে ছত্তিশগড়ের বাস্তার জেলায় কংগ্রেসের গাড়ির বহরে হামলা চালিয়ে কংগ্রেস নেতা মহেন্দ কর্মা, রাজ্য কংগ্রেসের সভাপতি নন্দকুমার প্যাটেল, তার ছেলে দিনেশ, সাবেক এমএলএ উদয় মুদলিয়ারসহ ২৯জনকে হত্যা করে। এ হামলায় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ভিসি শুক্লাসহ ৩২জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মে ৩১, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।