ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এফবিআই প্রধান হচ্ছেন রিপাবলিকান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, মে ৩০, ২০১৩
এফবিআই প্রধান হচ্ছেন রিপাবলিকান

ঢাকা: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান হতে যাচ্ছেন একজন রিপাবলিকান। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই প্রেসিডেন্ট বারাক ওবামা জেমস কমি নামের বিচার বিভাগের সাবেক এই কর্মকর্তাকে নিয়োগ দিতে যাচ্ছেন।



কমি ছাড়াও হোয়াইট হাইজের নিরাপত্তা উপদেষ্টা লিসা মোনাকোও এফবিআই প্রধান হওয়ার দৌঁড়ে টিকে আছেন।

যদি দেশটির সিনেট কমিকে অনুমোদন দেয় তাহলে তিনি রবার্ট মুলারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। মুলার ২০০১ সালের ১১ সেপ্টম্বরে টুইন টাওয়ারে হামলার পর থেকে একযুগ ধরে এফবিআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ধারণা করা হচ্ছে, মুলার পদত্যাগ করবেন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এফবিআইয়ের প্রধান সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু ২০১১ সালে কংগ্রেস ওবামার অনুরোধের প্রেক্ষিতে মুলারকে আরো দুই বছর দায়িত্ব পালনে অনুমতি দেয়।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটর পোস্ট জানায়, ৫২ বছর বয়স্ক কমি বুশ প্রশাসনের আমলে সমালোচনা সত্ত্বেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ব্যাপক প্রশংসা কুঁড়ান।

কমি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে যুক্তরাষ্ট্রের ডেপুটি এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তার আগে তিনি নিউইয়র্কের সাউদার্ন জেলার এটর্নি ছিলেন।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে সবচেয়ে বেশি আলোচিত হয় এফবিআইয়ের নাম। গত মাসে বোস্টন ম্যারাথনে হামলার পর এফবিআইয়ের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ৩০ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।