ঢাকা: যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছে পাকিস্তানের তালেবানের সেকেন্ড ইন কমান্ড ওয়ালি উর রেহমান।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ ওয়াজিরিস্তানের মিরানশাহের চাশমা গ্রামে পর পর দুটি ড্রোন হামলা চালানো হলে এই নিহতের ঘটনা ঘটে।
ওয়ালি উর রেহমানের সঙ্গে নিহত হয় আরো পাঁচজন। এসময় ওয়ালি উর রেহমান একটি বাড়িতে অবস্থান করছিলেন।
এর আগে ওয়ালি উর রেহমানকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র তার মাথার দাম তুলেছিল পঞ্চাশ লক্ষ ডলার।
ওয়াশিংটন বলছে, আফগানিস্তানে ন্যাটো সেনাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংগঠিত হামলার জন্য ওয়ালি উর রহমানকে অভিযুক্ত করে আসছে যুক্তরাষ্ট্র।
এছাড়া ২০০৯ সালে আফগানিস্তানে আমেরিকান ঘাঁটিতে আত্মঘাতী হামলায় ৭ জন সিআইএ কর্মকর্তা নিহতের সঙ্গে ওয়ালি উর রহমানের যোগসূত্র ছিল বলে যুক্তরাষ্ট্র দাবি করে।
তবে পাকিস্তানি তালেবানের মুখপাত্র আহসানউল্লাহ আহসান বার্তা সংস্থা এএফপিকে রেহমান নিহত হওয়ার খবর অস্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ৩০ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর