নয়াদিল্লি: নিচুমানের কয়লার দাম বৃদ্ধির ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার নিচুমানের কয়লার দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেয় কোল ইন্ডিয়া।
এর ফলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ার আশঙ্কায় ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেন মমতা।
মুখ্যমন্ত্রী তার ফেসবুকে বলেন, “কেন্দ্রের এই এক তরফা সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকার কার স্বার্থ দেখছে ! কার জন্য এই সরকার কাজ করছে ?”
কয়লাকে দুর্নীতির সঙ্গে মেলাতে না চাইলেও দাম বৃদ্ধির সিদ্ধান্ত যে দুর্নীতির সামিল তাও মনে করিয়ে দেন তিনি।
কয়লার দাম বাড়লে তাতে ঘুরেফিরে যে বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে দাম বাড়বে, সে আশঙ্কাই করেছিলেন মুখ্যমন্ত্রী। তার আশঙ্কাই এবার সত্যি প্রমাণিত হল।
জানা গেছে, বিদ্যুতের দাম ইউনিট পিছু পাঁচ থেকে দশ পয়সা বৃদ্ধি হতে পারে।
কোল ইন্ডিয়া জানিয়েছিল নিম্নমানের কয়লার ক্ষেত্রে দাম গড়ে দশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যদিও সর্বোচ্চ মানের কয়লার ক্ষেত্রে দাম বারো শতাংশ কমানো হয়েছে। এনটিপিসি’র উৎপাদনের খরচ প্রায় পাঁচ-ছয় পয়সা বৃদ্ধি পেতে পারে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যে সব ইলেকট্রিসিটি বোর্ড পুরানো কয়লা উৎপাদন কেন্দ্রগুলি থেকে জ্বালানি নেয়, তাদের ক্ষেত্রে উৎপাদনের খরচ আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইউনিট পিছু আট থেকে দশ পয়সা দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
যেসব ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহৃত হয়, সেখানেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ইস্পাত, সিমেন্ট, অ্যালুমিনিয়াম প্রভৃতি ক্ষেত্রে যে বিদ্যুৎ ব্যবহৃত হয়, সেখানে কয়লা বাজার দরের চেয়ে এমনিতেই ৩৫ শতাংশ অতিরিক্ত দরে কিনতে হয়। কয়লার দাম বাড়লে সেখানে এই দাম বৃদ্ধির আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
তবে আনুষ্ঠানিকভাবে কবে বিদ্যুতের দাম বাড়বে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
বাংলাদেশ সময় : ১৮৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন/ মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর