ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রধান শিক্ষকদেরও ক্লাস নেওয়ার নির্দেশ রাজ্যের শিক্ষামন্ত্রীর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, মে ৩০, ২০১৩

আগরতলা (ত্রিপুরা):  স্কুলের প্রধান শিক্ষকদেরও এখন থেকে ক্লাস নেওয়ার আদেশ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী।

শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, তিনি সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছেন।

তাতে স্কুলের শিক্ষক সমস্যার বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। তিনি নিজেও রাজ্যে শিক্ষক স্বল্পতার কথাটি স্বীকার করে নিয়েছেন।

তপন চক্রবর্তী জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে রাজ্যের প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের নিজ নিজ স্কুলে প্রতিদিন ক্লাস নিতে হবে। যদিও প্রধান শিক্ষকদের ক্লাস নেওয়ার কথা অনেক দিন আগেই বলা হয়েছিল। কিন্ত রাজ্যের বেশির ভাগ স্কুলের প্রধান শিক্ষকই ক্লাস নেন না। তাদের যুক্তি, স্কুলে এত চাপ থাকে যে প্রধান শিক্ষকদের পক্ষে ক্লাস নেওয়া সম্ভব হয় না। প্রধান শিক্ষকদের স্কুলের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। সেসব কাজ ফেলে ক্লাস নেওয়া সম্ভব হয় না।

কিন্তু প্রধান শিক্ষকদের এই যুক্তি এখন আর মানতে রাজি নয় রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রধান শিক্ষকদের ক্লাস নিতেই হবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ৩০, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আশুরা জামান ও এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।