আগরতলা (ত্রিপুরা): স্কুলের প্রধান শিক্ষকদেরও এখন থেকে ক্লাস নেওয়ার আদেশ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী।
শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, তিনি সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছেন।
তপন চক্রবর্তী জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে রাজ্যের প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের নিজ নিজ স্কুলে প্রতিদিন ক্লাস নিতে হবে। যদিও প্রধান শিক্ষকদের ক্লাস নেওয়ার কথা অনেক দিন আগেই বলা হয়েছিল। কিন্ত রাজ্যের বেশির ভাগ স্কুলের প্রধান শিক্ষকই ক্লাস নেন না। তাদের যুক্তি, স্কুলে এত চাপ থাকে যে প্রধান শিক্ষকদের পক্ষে ক্লাস নেওয়া সম্ভব হয় না। প্রধান শিক্ষকদের স্কুলের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। সেসব কাজ ফেলে ক্লাস নেওয়া সম্ভব হয় না।
কিন্তু প্রধান শিক্ষকদের এই যুক্তি এখন আর মানতে রাজি নয় রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রধান শিক্ষকদের ক্লাস নিতেই হবে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ৩০, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আশুরা জামান ও এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর/আরআই