ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালালার চরিত্রে বাংলাদেশি ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৮, মে ৩০, ২০১৩
মালালার চরিত্রে বাংলাদেশি ফাতিমা

ঢাকা: ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ খান পাকিস্তানের আলোচিত মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাইয়ের উপর একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। ‘গুল মাকাই’ নামের এই চিলচ্চিত্রে মালালার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছে বাংলাদেশী কিশোরী ফাতিমা শেখ।



আমজাদ খান দীর্ঘদিন ধরে মালালা চেহারার সঙ্গে যায় এমন একজনকে খুঁজছিলেন। অবশেষে গত চল্লিশ দিন আগে কাঙ্খিত মালালার সন্ধান পেলেন। তবে এতদিন নিরাপত্তার খাতিরে ফাতিমার পরিচয় গোঁপন করে রাখা হয়।

ইতোমধ্যেই মালালার লুক টেষ্ট এবং স্ক্রিনিং টেষ্ট করা হয়েছে।

আমজাদ খান জানান, গোপনীয়তার দুটি কারণ ছিল। মেয়ের কোন ধরণের বিপদ হতে পারে এই ভেবে ফাতিমার বাবা-মা চাচ্ছিল না সে এই চরিত্রে অভিনয় করুক। দ্বিতীয়টি ছিল অভিনয়ের অনুমতি (ওয়ার্ক পারমিট)। ফাতিমা বাংলাদেশী মেয়ে এবং তাকে ভারতে এসে অভিনয় করতে হবে। আর এজন্য কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন ছিল।

মাত্র ১০ দিন আগে ভারতে অভিনয় করার অনুমতি পেলেন ফাতিমা। সুতরাং সকল বাধা পেরিয়ে মালালার অভিনয় করা এখন সময়ের ব্যাপার মাত্র।

ছবির দ্বিতীয় পর্যায়ে শুটিং শেষ না হওয়া পর্যন্ত ফাতিমার চেহারা গণমাধ্যমে প্রকাশ করা যাবে না এমন শর্ত ফাতিমার বাবা-মা দিলে তা মেনে নেন আমজাদ খান।

হিন্দিতে এই বলিউড অভিনেতা বলেন,  ‘ফাতিমাকে প্যারেন্টস কো মানানে মে বহুত ওয়াক্ত লাগ গ্যায়ে। ’ অর্থাত ফাতিমার বাবা-মাকে বোঝাতে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।

আমজাদ খান আরো জানান, পাকিস্তান সরকারও তাদের দেশে অভিনয় করার অনুমতি দিয়েছে। এরজন্য আমাকে তিনমাস ব্যয় করতে হয়েছে। ফাতিমাও পাকিস্তানের ইসলামাবাদ ও করাচিতে অভিনয় করতে যাচ্ছে এই ভেবে আনন্দিত।

২ জুন ছবিটির প্রথম ধাপের কাজ শুরু হবে। তারপর লণ্ডনে এবং অবশেষে নভেম্বরে পাকিস্তানে শুটিংয়ের মাধ্যমে ছবিটির কাজ শেষ হবে।

গত বছরের ৯ অক্টোবর পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই পাকিস্তানের সোয়াত উপত্যকায় বিদ্যালয়ের বাসে তালেবানের হামলার শিকার হন ফাতিমা। তালেবানরা বাসে উঠে মাথায় গুলি।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে পাকিস্তানে ও পরে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে দেশে ফিরে এখন আবরো পড়াশোনায় মনোযোগী মালালা।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ৩০ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।