ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাজ্যসভায় পঞ্চমবার নির্বাচিত হলেন মনমোহন

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, মে ৩১, ২০১৩
রাজ্যসভায় পঞ্চমবার নির্বাচিত হলেন মনমোহন

নয়াদিল্লি: প্রত্যাশিত ভাবেই আসামের রাজ্যসভা নির্বাচনে দু’টি আসনে জয়ী হল কংগ্রেস। পঞ্চমবার আসামের সংসদ সদস্য হলেন মনমোহন সিং।

  আর প্রথম বারের জন্য রাজ্যসভায় যাচ্ছেন শান্তিয়ুস কুজুর।

এআইইউডিএফ-এর ১৮ জন বিধায়ক তাদের প্রথম পছন্দের প্রার্থী আমিনুল ইসলাম ও দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসেবে মনমোহন সিংকে ভোট দেন।

অন্য দিকে, কংগ্রেস, নির্দল ও বিপিএফ  মিলিয়ে মনমোহন সিং প্রথম পছন্দের ৪৯টি ও কুজুর প্রথম পছন্দের ৪৫টি ভোট পান।

আসাম গণপরিষদের ৯ বিধায়ক ও  বিজেপির ৫ বিধায়ক ভোট দেননি।

আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মনমোহন সিং ও কুজুরকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘প্রধানমন্ত্রী ১৯৯১ সাল থেকেই রাজ্যের জন্য কাজ করছেন। আশা করি ভবিষ্যতেও একইভাবে রাজ্যবাসী তাঁর সাহায়তা  পাবে।   কুজুর নতুন সংসদ সদস্য হয়েছেন। দেশ ও রাজ্যের প্রতি তাঁর দায়িত্ব অনেক বেড়ে গেল। ”
 
বাংলাদেশ সময় : ১৪১৮ ঘণ্টা,  মে ৩১, ২০১৩
এস পি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।