ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শিশু সুরক্ষায় নতুন আইন পশ্চিমবঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, মে ৩১, ২০১৩

কলকাতা: শিশুদের সুরক্ষার জন্য নতুন আইন করতে যাচ্ছে রাজ্য সরকার। ইতোমধ্যেই এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে আলোচনায় বসেছে স্কুলশিক্ষা দফতর।

তৈরি হচ্ছে খসড়া।

কলকাতা প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসব কথা জানান ।

তিনি বলেন, “ব্রিটিশ সরকার ‘চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট’ চালু করলেও তা পশ্চিমবঙ্গ রাজ্যে বিশেষভাবে কার্যকর নয়। বিভিন্ন প্রকার নিগ্রহের হাত থেকে শিশুদের রক্ষায় এই নতুন আইন অনুযায়ী নিগ্রহকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে যাচ্ছে রাজ্য সরকার। যাতে কখনও কেউ শিশুদের প্রতি কোনও অন্যায় করার সাহস না পায়। ”

ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, “স্কুলে বয়ঃসন্ধিকালীন শিক্ষা চালু করার জন্য শিক্ষামন্ত্রীকে দফতরের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে। ”

এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, “মদন মিত্র এ বিষয়ে আবেদন জানাতেই পারেন। তবে বয়ঃসন্ধিকালীন শিক্ষা চালু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। ”

বাংলাদেশ সময় : ১২৫৩ ঘণ্টা, মে ৩১, ২০১৩
এস বি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।