ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নতুন ২৮টি গ্রহাণুপুঞ্জের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, মে ৩১, ২০১৩
নতুন ২৮টি গ্রহাণুপুঞ্জের সন্ধান

ঢাকা: মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে নতুন ২৮টি গ্রহাণুপুঞ্জের সন্ধান পেয়েছে নাসা।

নাসা’র ওয়াইড-ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার (ডব্লিউআইএসই) থেকে প্রাপ্ত কয়েক লাখ ছবি থেকে জ্যোতির্বিজ্ঞানীরা এই ২৮টি গ্রহাণুপুঞ্জের উপস্থিতি নিশ্চিত করেছেন।



গবেষক দল এখন নতুন পাওয়া গ্রহাণুপুঞ্জগুলোর উৎস এবং গঠন জানার জন্য বিস্তারিত গবেষণা চালিয়ে যাবেন।

উল্লেখ্য, গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েড হলো সৌরজগতের বিভিন্ন গ্রহের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ, যেগুলো ঠিক গ্রহ নয় আবার ধূমকেতুও নয়। এদের বেশিরভাগই মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থান করে সূর্যের চারপাশে আবর্তন করে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ৩১, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।