ঢাকা: মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে নতুন ২৮টি গ্রহাণুপুঞ্জের সন্ধান পেয়েছে নাসা।
নাসা’র ওয়াইড-ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার (ডব্লিউআইএসই) থেকে প্রাপ্ত কয়েক লাখ ছবি থেকে জ্যোতির্বিজ্ঞানীরা এই ২৮টি গ্রহাণুপুঞ্জের উপস্থিতি নিশ্চিত করেছেন।
গবেষক দল এখন নতুন পাওয়া গ্রহাণুপুঞ্জগুলোর উৎস এবং গঠন জানার জন্য বিস্তারিত গবেষণা চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েড হলো সৌরজগতের বিভিন্ন গ্রহের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ, যেগুলো ঠিক গ্রহ নয় আবার ধূমকেতুও নয়। এদের বেশিরভাগই মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থান করে সূর্যের চারপাশে আবর্তন করে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ৩১, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর