ঢাকা: বেকারত্বে নতুন করে রেকর্ড গড়েছে ইউরোজোন। গত এপ্রিলে ইউরোপের একক মুদ্রার ওই অঞ্চলে বেকারত্ব ১২ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।
ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাট এ তথ্য প্রকাশ করেছে।
নতুন করে ৯৫ হাজার কর্মহীনদের সংখ্যা ইউরো প্রচলিত ১৭টি দেশের বেকারদের সংখ্যা ১৯ কোটি ৩৮ লাখে পৌঁছালো।
গ্রিস, স্পেন ও পর্তুগালে বেশি বেকারত্বের হার। সবচেয়ে গ্রিস ও স্পেনে প্রতি চারজনে একজন বেকার। অস্ট্রিয়ায় বেকারত্বের হার সবচেয়ে কম। দেশটিতে এ হার মাত্র ৪ দশমিক ৯ শতাংশ। জার্মানিতে বেকারত্বের হার ৫ দশমিক ৪ ও লুক্সেমবার্গে ৫ দশমিক ৬ শতাংশ।
ইউরোপে বিশেষ করে ইউরোজোনে তরুণ বেকারত্বের বিষয়টি উদ্বেগের ব্যাপার। গত এপ্রিলে ২৫ বছরের নিচে বয়সী ৩৬ লাখ যুবক ইউরোজোনে কর্মহীন হয়ে পড়ে। এপ্রিল পর্যন্ত গত ১২ মাসে ইউরোজোনে চাকরি হারিয়েছে, ১৬ লাখ মানুষ। টানা ২৪ মাসের মতো ইউরোজোনে বেকারের হার বেড়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ৩১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com