ঢাকা: পৃথিবীর পাশ কেটে যাচ্ছে একটি বিশালাকার গ্রহাণু। বুধবার নাসার বিজ্ঞানীদের রাডারে ধরা পড়ে এটি।
বিজ্ঞানীরা জানান, এক দশমিক সাত মাইল বিস্তৃত বিশালকার গ্রহাণুটি শুক্রবার বাংলাদেশ সময় ভোর ২টা ৫৫ মিনিটে পৃথিবীর নিকটবর্তী হবে।
এর আগে গ্রহাণুটি পৃথিবী থেকে ৩৬ লাখ মাইল দূরে ছিল। ওই গ্রহাণুটির একটি নিজস্ব চাঁদ রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ৩১ ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banlanews24.com