ঢাকা: ওমানের এক লেখককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ওমানের সালাহ প্রদেশের একটি আদালত মুসালাম বিন মাসউদ আল মাসকানিকে এই কারাদণ্ড প্রদান করেন।
আদালতে মাসকানি তার লেখা বিতর্কিত বই ‘ধোফার ডায়েরি ফেব্রুয়ারি ২৫’ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিতরণ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন। রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যও তিনি আদালতে দোষী সাব্যস্ত হন।
বইটিতে ২০১১ সালে ওমান সরকারের বিরুদ্ধে জনসাধারণের যে বিক্ষোভ শুরু হয়েছিল তা নিখুঁতভাবে চিত্রসহকারে বর্ণনা করা হয়েছে। ৭৭ দিন ব্যাপী ওই বিক্ষোভ সরকারি বাহিনী কঠোর হস্তে দমন করে।
গলফ নিউজকে মাসকানি ই-মেইলে জানান, আদালত আমাকে দুই মামলায় পৃথক পৃথকভাবে সাজা দিয়েছেন। প্রথমটিতে পাঁচমাস এবং পরের মামলায় ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে মহামান্য আদালত আমার সাজা কমিয়ে দুই মাস নির্ধারণ করেছেন। এছাড়া পাঁচশ ওমানি রিয়ালও জরিমানা করা হয়েছে।
এই রায়ের বিরুদ্ধে ওমানি এই লেখক আপিল কোর্টে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ৩১ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর