ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইলেকট্রনিক শিল্পে ৯০ শতাংশ অনুদানের দাবি ত্রিপুরার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, মে ৩১, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের সবকটি রাজ্য ইলেকট্রনিক শিল্পে ৯০ শতাংশ কেন্দ্রীয় অনুদানের দাবি জানিয়েছে।

সম্প্রতি দিল্লিতে ইলেকট্রনিক শিল্প সম্পর্কিত সেমিনারের আয়োজন করা হয়।

এতে দেশের বিভিন্ন রাজ্যের শিল্পমন্ত্রীরা অংশ নেন।

সেমিনারে ত্রিপুরার পক্ষ থেকে দাবি জানানো হয় যে, উত্তর-পূর্বাঞ্চলে ইলেকট্রনিক শিল্প গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারকে ৯০ শতাংশ অনুদান দিতে হবে।

ত্রিপুরার শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী জানান, উত্তর-পূর্বাঞ্চলে ইলেকট্রনিক শিল্পের ক্ষেত্রে জোর দেওয়ার একমাত্র দাবি জানানো হয়েছে।

দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত তথ্য-প্রযুক্তি মন্ত্রীদের সম্মেলনে এসব দাবি জানান তিনি।

বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে রাজ্য সরকার তথ্য-প্রযুক্তি ও ইলেকট্রনিকস পলিসি তৈরি করবে বলে বক্তব্যে উল্লেখ করেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন, “কর্মসংস্থানের জন্য ইলেকট্রনিক শিল্প একটা বড় ভূমিকা নিতে পারে। ”

এছাড়াও শিল্পমন্ত্রী রাজ্যের শিল্প সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রস্তাব উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ৩১, ২০১৩
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।