আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষৎ পরিচালিত ২০১৩ সালের উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস, মাদ্রাসা ফাজিল থিওলজি এবং মাধ্যমিক ও মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার ফল যথাক্রমে আগামী ৫ জুন (বুধবার) এবং ৬ জুন, (বৃহস্পতিবার) প্রকাশিত হবে।
এই উপলক্ষে ৫ জুন সকাল ৯টায় উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস, মাদ্রাসা ফাজিল থিওলজি পরীক্ষার এবং ৬ জুন, ২০১৩ সকাল ৯টায় মাধ্যমিক ও মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার জন্য পর্ষদের মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষৎ পরিচালিত ২০১৩ সালের উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস, মাদ্রাসা ফাজিল থিওলজি এবং মাধ্যমিক ও মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে পর্ষৎ অন্যান্য বছরের মত এবছরও কিছু ব্যবস্থা নিয়েছে।
ফলাফল প্রকাশের দিনই সারা ত্রিপুরায় মোট ৯টি মার্কশিট বিতরণ কেন্দ্রের মাধ্যমে সকল বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পরীক্ষার্থীদের মার্কশিট ও পাশ সার্টিফিকেট পৌঁছানোর ব্যবস্থা করেছে।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষৎ অফিস থেকে পরীক্ষার ফলাফল জানানোর ব্যবস্থা বিগত বছরগুলির মতো এবারেও থাকছে। এছাড়াও কিছু ওয়েবসাইট সংস্থা এবং মোবাইল সার্ভিস সংস্থাকেও প্রভিশন্যাল ফলাফল জানানোর ব্যবস্থা করার অনুমতি দেওয়া হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর সকাল ৯টা ৪৫ মিনিটে থেকে ছাত্র-ছাত্রী ও অন্যান্যরা প্রভিশন্যাল ফলাফল জানতে পারবেন।
বাংলাদেশ সময় : ১৩২৭ ঘণ্টা, জুন ০১, ২০১৩
তন্ময়/সম্পাদনা: এসএস