ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত সীমান্তে পাকিস্তানের গোলাগুলি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, জুন ১, ২০১৩

নয়াদিল্লি: কাশ্মীরের নাওগাম সেক্টরে লাইন অফ কন্ট্রোলের (এল ও সি) খুব কাছে  ভারতীয় সেনাদের দিকে গুলি বর্ষণ করল পাকিস্তানি সেনারা। এক সপ্তাহের মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে এটি তৃতীয় গুলি বর্ষণের ঘটনা।



শুক্রবার সন্ধ্যেবেলা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিক থেকে এই গুলি চালান হয়েছে বলে অভিযোগ। সেনা সূত্রে জানা গেছে- এই ঘটনা সীমান্তে "সিজ ফায়ার" চুক্তির পরিপন্থী। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ভারতের দিক থেকে কোন পাল্টা জবাব দেওয়া হয়নি।

সেনাবাহিনীর মুখপত্র জানিয়েছেন, সন্রাসবাদীদের ভারতে ঢুকতে সাহায্য করার জন্যই এই গুলি বর্ষণ করা হয়েছে বলে তারা মনে করছেন।

সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিক থেকে সন্ত্রাসবাদীদের ভারতে প্রবেশ করানোর সময় বার বার পাকিস্তান এই ধরনের আচরণ করে থাকে।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাওয়াজ শরীফের শপথ গ্রহণের ঠিক প্রাক্কালে এই ঘটনা ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে নতুন করে ফাটল ধরাতে পারে।

ভোটে জেতার পরেই নাওয়াজ শরীফ ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপনের কথা বলেছিলেন এই ঘটনা তার চূড়ান্ত পরিপন্থী বলে মনে করছেন কূটনৈতিকমহল।

বাংলাদেশ সময়:  ১৫০৫ ঘণ্টা, জুন ০১, ২০১৩  
এসপি/ সম্পদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।