ঢাকা: ইসরায়েলে ছয়টি গণকরব থেকে দুই শতাধিক মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। দেহাবশেষ ওইসব ১৯৪৮ সালে ইসরায়েল-আরব যুদ্ধে গণহারে নিহত হওয়া ফিলিস্তিনিদের ।
১৯৪৮ সালে জাফা ফিলিস্তিনি শহর ছিল। যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী ও ডানপন্থি ইহুদি মিলিশিয়াদের হাতে গণহারে হত্যার শিকার হয় আরবরা।
জাফার অধিবাসী গবেষক ও ইতিহাসবিদ মাহুমদ ওবেইদ বলেন, “আমরা ছয়টি গণকরব খুঁজে পেয়েছি। এগুলোর মধ্যে দুটো খুঁড়েছি আমরা। আমাদের ধারনা, কবরগুলোতে (দুটি কবরে) প্রায় দুশ জনের মরদেহ রয়েছে। ”
জানা গেছে, গণ কবরগুলোতে শিশু, নারী ও বৃদ্ধদের কঙ্কালও রয়েছে। কঙ্কালগুলোতে অত্যাচারের চিহ্ন রয়েছে।
১৯৪৮ সালে যুদ্ধের সময় আত্তার জাইনাব ছিল টিনএজার। এখন তার বয়স ৮০। তিনি বলেন, “তিন থেকে চারমাসের মধ্যে আমি কবরস্থানে ৬০টির মতো মরদেহ এনেছিলাম। অনেককে আমরা রাস্তায় পেয়েছিলাম যাদের অনেককেই চিনতাম না। ”
তিনি আরও জানান, “খুব সকালে বা রাতে আমরা তাদেরকে (মৃতদের) এনেছিলাম। নারী, শিশু ও পুরুষদের একই সঙ্গে রেখেছিলাম...কেউ তাদের জন্য দোয়া করেননি। ”
কবর দেওয়ার সময় মুসলমানদের রীতি মানা হয়নি বলে জানান তিনি।
১৯৫০ সালে জাফাকে তেল আবিবের সঙ্গে অন্তর্ভুক্ত করে ইসরায়েল। তখন থেকে এর নাম হয় তেল আবিব জাফা। বর্তমানে আরব ও ইহুদিদের মিশ্রিত বসবাস জাফায়।
১৯৪৮ সালের যুদ্ধে সাত লাখ ৬০ হাজার ফিলিস্তিনি গৃহছাড়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ০১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com