কলকাতা : কলকাতার এসপ্ল্যানেড এলাকা থেকে সরে যাচ্ছে বাসস্ট্যান্ডটি। কলকাতার শহীদ মিনার অঞ্চল থেকে এ বাসডিপো সরিয়ে কলকাতার অন্য বাসডিপোয় সরকারি বাস রাখা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্র।
কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুক্রবার এক আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই বাসস্ট্যান্ড থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও থানাসহ পাশের রাজ্যগুলিতেও যাবার বাসও পাওয়া যেত।
কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের একটি রায়ে সরকারকে শহরের কেন্দ্র থকে বাসস্ট্যান্ড সরিয়ে নেবার নির্দেশ দেওয়া হয়। বাসস্ট্যান্ড থেকে ছড়ান দূষণের কারণেই এই নির্দেশ দেওয়া হয়।
বাসস্ট্যান্ড সরে যাবার পর বাস স্ট্যান্ডের ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে জায়গাটিকে নান্দনিক রূপদান করা হবে বলে পরিবহনমন্ত্রী জানিয়েছেন।
এই বাসস্ট্যান্ডে যে বেসরকারি বাসগুলি দাঁড়ায় তাদের জন্য নতুন স্ট্যান্ডের জায়গা খুঁজতে একটি ৮ জনের কমিটি গঠন করা হয়েছে। তারা বেসরকারি বাসের জন্য নতুন ডিপোর জায়গা ঠিক করবেন।
তবে বাসস্ট্যান্ড সরে গেলেও সব বাস এসপ্ল্যানেড এলাকায় কিছুক্ষণ দাঁড়াবে যাতে যাত্রীরা বাস থেকে ওঠা-নামা করতে পারেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ০১, ২০১৩
ভাস্কর/ সম্পাদনা: এসএস