ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে নবনির্বাচিত সাংসদরা শপথ নিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, জুন ১, ২০১৩
পাকিস্তানে নবনির্বাচিত সাংসদরা শপথ নিয়েছেন

ঢাকা: পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এর মাধ্যমে দেশটির ৬৬ বছরের ইতিহাসে নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতার পালাবদল হলো।



শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানী ইসলামাবাদে আইনপ্রণেতারা সংসদে যোগ দেয়। স্পিকার ফাহমিদা মির্জা সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

সম্পতি দেশটির ঐতিহাসিক নির্বাচনে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ বিপুল ভোটে জয়লাভ করে। নির্বাচনে তার দল ৩৪২ আসনের মধ্যে ১৭৬ আসনে লাভ করে। ধারণা করা হচ্ছে, নওয়াজ শরিফ দলটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

সাবেক ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নির্বাচনে ভরাডুবি হয়। নির্বাচনে দলটি মাত্র ৩৯ সিট লাভ করে।

তবে নওয়াজ শরিফ বিজয় উদযাপনের জন্য যথেষ্ট সময় পাচ্ছেন না। কারণ শিগগিরই তিনি জ্বালানি, তালেবানসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ১ জুন, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।