ঢাকা: ইরাকে গত মে মাসে সহিংসতায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত কয়েক বছরের মধ্যে কোন নির্দিষ্ট একক কোন মাসে এটিই সর্বোচ্চ নিহতের ঘটনা।
আজ শনিবার জাতিসংঘ ইরাক প্রসঙ্গে এই প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘ আশংকা করছে সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে দেশটি ২০০৬-০৭ সালের গৃহযুদ্ধে ফিরে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের বড় একটা অংশই বেসামরিক ইরাকি জনগণ। আর অধিকাংশ হামলাই হয়েছে রাজধানী বাগদাদে।
ইরাকে নিযুক্ত জাতিসংঘ দূত মার্টিন কবলার এই নিহতের সংখ্যাকে ‘ব্যাড রেকর্ড’ বলে অভিহিত করেন। তিনি রক্তপাত বন্ধে রাজনীতিকদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১ জুন, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর