কলকাতা: ভারতের আগামী লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হবেন না। উত্তর প্রদেশের রায়বেরিলিতে কংগ্রেস কর্মীদের এক সভায় তিনি এই ঘোষণা দেন।
এই কেন্দ্রে আগামী নির্বাচনে তার মা সোনিয়া গান্ধীই প্রার্থী হবেন বলে তিনি জানিয়েছেন।
প্রিয়াঙ্কা এও বলেছেন, “এটা গান্ধী পরিবারের সিদ্ধান্ত যে, আপাতত সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখনও অপেক্ষা করতে হবে। ”
আগে জল্পনা ছিল সোনিয়া গান্ধী লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা না করে রাজ্যসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রিয়াঙ্কা সেই জল্পনা খারিজ করেছেন। তবে এর আগে মুম্বাইয়ের এক সভায় রাহুল গান্ধী বলেছিলেন, “আগামী লোকসভা ভোটে প্রিয়াঙ্কা রায়বেরিলি ও আমেথি ছাড়া দেশের অন্যত্র প্রচার করবেন। ”
গান্ধী পরিবারের আর এক সদস্য বরুণ গান্ধী এবার বিজেপির হয়ে আমেথির পাশে তুলতানপুর থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন। তিনি এখন উত্তর প্রদেশের পিলিভিট কেন্দ্র থেকে নির্বাচিত সংসদ সদস্য।
বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৩
এসপি/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com